সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নয়নজুলিতে অ্যাম্বুলেন্স,মৃত ১ আহত ২।

সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নয়নজুলিতে অ্যাম্বুলেন্স,মৃত ১ আহত ২।

সাতসকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দোস্তিপুর মোড় ১১৭ নং জাতীয় সড়কের।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,কলকাতার দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুলেন্স ডায়মন্ড হারবারের দিক আসছিলো।দোস্তিপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায় অ্যাম্বুল্যান্সটি।এই ঘটনায় সাতসকালে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দোস্তিপুর মোড় এলাকায়।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফলতা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠায়। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুলেন্স চালক।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় আহত ২ সাইকেল আরোহী প্রিতম বায়েন ও তুষারকান্তি মন্ডল ফলতার বোয়ারিয়ার বাসীন্দা।এদিন সকালে ফলতার একটি কোম্পানিতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। অন্যদিকে নিহত যুবকের পরিচয় জানায়নি পুলিশ।তবে মদ্যপ অবস্থায় প্রচন্ড গতিবেগে অ্যাম্বুলেন্স চালানোর জেরে এই দুর্ঘটনা বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =