সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে সেমিনার।
সাইবার ক্রাইম চাদর ছড়িয়ে রয়েছে চারিদিকে। নজর একটু আড়াল হলেই আপনিও হতে পারেন সাইবার ক্রাইমের শিকার। তাই সমাজকে সচেতন করতে সাইবার ক্রাইম সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বারাসাত পুলিশ জেলা ও গোবরডাঙা থানার উদ্দোগে। গোবরডাঙা টাউনহলে আয়োজিত হয় এই সচেতনতা শিবিরের। গোবরডাঙ্গা পৌরসভা এলাকার শতাধিক সাধারণ মানুষ সেমিনারে উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন হাবড়া এসডিপিও, সাইবার ক্রাইম থানার আধিকারিকরা, গোবরডাঙা পৌরসভার পৌর প্রধান শংকর দত্ত, সমস্ত কাউন্সিলররা ও গোবরডাঙা থানার পুলিশ আধিকারিক অসীম পাল। এদিনের এই শিবিরে সাইবার ক্রাইম নিয়ে আলোচনার মাধ্যমে সবাইকে সচেতন করা হয়। এসডিপিও রোহিত শেখ জানান প্রথম পর্যায়ে জেলার পাঁচটি পৌরসভা এলাকায় এই সেমিনার হবে তারপর আস্তে আস্তে গ্রাম পঞ্চায়েত স্তরে সেমিনারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে।