সাধারণ মানুষের পাশে বনগাঁ পৌরসভা,বাড়িতে ওষুধ পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা।
করোনা পরিস্থিতিতে আতঙ্কে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত।প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়ি থেকে বেরোনোর জন্য বারংবার ভাবতে হচ্ছে মানুষকে।তবে এই কোভিড পরিস্থিতিতে মানবিক রূপ বনগাঁ পৌরসভার।করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি খাবারসহ ওষুধ পৌঁছে দিচ্ছেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার স্বাস্থ্যকর্মীরা।যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে বনগাঁ এলাকায় তাতে যথেষ্ট চিন্তিত প্রশাসন।আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেজন্য পৌরসভার উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নন্দদুলাল স্কুলে চালু হয়েছে কোভিড টেস্ট পরীক্ষাকেন্দ্র।অনেক ক্ষেত্রে হাসপাতালে ভিড় থাকায় সাধারণ মানুষ যেতে চাইছেন না পরীক্ষা করাতে।এই কঠিন পরিস্থিতিতে পৌরসভার উদ্যোগে কোভিড পরীক্ষা করার ব্যবস্থা করায় সাধারণ মানুষ অনেকটাই চিন্তামুক্ত। পৌরসভার পক্ষ থেকে কোভিড আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হচ্ছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা।কোভিড আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেলে পৌরসভার কর্মীরা গিয়ে তার বাড়ি স্যানিটাইজ করে দিয়ে আসছেন।পৌরসভার পৌর প্রশাসক শংকর আঢ্য জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌর নাগরিকদের সবরকম পরিসেবা দিতে বনগাঁ পৌরসভা সদাপ্রস্তুত।”সাধারণ মানুষের সুবিধার্থে ডায়ালিসিসের টাকাও কমিয়ে দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে।কার্যত পৌরসভাকে এই ভাবে পাশে পেয়ে খুশি বনগাঁবাসী।