সান্টাক্লজ সেজে শিশুদের হাতে ফুল ও ফুলের চারা তুলে দিল টোটো চালক।
পেশা টোটো চালানো আর নেশা মানুষের জন্য ভালো কিছু করা।তাই বড়দিনে মানুষকে আনন্দ দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন ধূপগুড়ি সিনেমাহল পাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক সমাজসেবী আশুতোষ ছোটরায় ওরফে ভজন। সান্তাক্লজ সেজে টোটো নিয়ে বাজারে ঘুরে ঘুরে পথ চলতি শিশুদের হাতে ফুল ও ফুলের চারা তুলে দিলেন তিনি। শুধু টোটো চালক হিসেবে নয়। ধূপগুড়িতে তিনি একজন সমাজসেবী হিসেবে পরিচিত। দীর্ঘদিন বিভিন্ন রক্তদান শিবিরে রক্তদাতাদের বিনামূল্যে যাতায়াত পরিষেবা দিয়ে আসছেন।টোটো চালানোর উপার্জিত অর্থ থেকে সংসার চালিয়ে বড়দিনে মানুষকে আনন্দ দিচ্ছেন।তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।তিনি জানান,”পাঁচ বছর থেকে আমি রক্তদাতাদের বিনামূল্যে পরিসেবা দিয়ে যাচ্ছি। আমার এই কাজের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নিয়েছি।”তিনি আরও বলেন,শিশুরা ফুলের মত পবিত্র, আর সেজন্য বড়দিনে সান্তাক্লজ সেজে তাদের হাতে ফুল ও ফুলের চারা তুলে দিচ্ছি।”পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
