সান্তাক্লজের রূপে ছাত্ররা,সঞ্চিত অর্থে শীতের রাতে ভবঘুরেদের বড়দিনের উপহার।

সান্তাক্লজের রূপে ছাত্ররা,সঞ্চিত অর্থে শীতের রাতে ভবঘুরেদের বড়দিনের উপহার।

যখন রাজ্যের মানুষ শীতের রাতে ঘুমিয়ে পড়েছে। তখন একদল ছাত্র বসিরহাট শহর দাপিয়ে বেড়ালো। বড়দিনের উপহার দিতে বসিরহাট স্টেশন, টাকি রোড, ইটিন্ডা রোড, নৈহাটি এলাকার পাশাপাশি বসিরহাট শহর জুড়ে ভবঘুরে ও পথশিশুদের কাছে সান্তাক্লজের অবতারে অভিষেক, শমিক ও রাজারা। ঠিক যখন ঘড়ির কাটা রাত বারোটা তখনই সান্তাক্লজের টুপি ও বড়দিনের কেক সঙ্গে শীতবস্ত্র উপহার দেওয়া হলো। বসিরহাট কলেজের ছাত্র অভিষেক মজুমদারের উদ‌্যোগে সঞ্চিত অর্থে সবাইকে উপহার দেওয়া হয়। বিশেষ করে যারা শীতের রাতে খোলা আকাশের নিচে থাকে। কারুর বাড়ির উঠোনে ও বাস স্টপেজ এমনকি রেল স্টেশনের সিড়িতে ঘুমায় তাদেরকে বড়দিনের উপহার দেওয়া হলো। সারা বছর যাদেরকে রাস্তায় দেখা যায় সেই অনাথ, ভবঘুরে ও পথশিশু তাদেরকেই উপহার দিতে পেরে এই ছাত্ররা রীতিমতো খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + nineteen =