তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় মালদহের বৈষ্ণবনগরের বেদরাবাদ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সহ জেলার মোট :১৩ টি স্বাস্থ্যকেন্দ্রে কর্মবিরতির ডাক দিল চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই তারা মালদা জেলার ১৩টি স্বাস্থ্যকেন্দ্রে সাফায়ের কাজ বন্ধ করে দেয়। যার ফলে বেলা বাড়তেই স্বাস্থ্যকেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা বেহাল হয়ে পড়ে। আশেপাশে ময়লার স্তূপ জমতে শুরু করে হাসপাতাল চত্বরে।
এদিকে চুক্তি ভিত্তিক সাফাইকর্মীদের অভিযোগ, তারা কেয়ার‌ওয়েল অ্যালাইএড সার্ভিস কোম্পানির তত্ত্বাবধানে মালদা জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালে কাজ করেন এবং সঠিকভাবে কাজ করা সত্ত্বেও মে,জুন ও জুলাই মাসের বেতন তাদের প্রদান করেননি এই সংস্থা। যদিও CMOH অফিস সঠিক সময়েই ওই সংস্থাকে তাদের বিল মিটিয়ে দিয়েছে।
পাশাপাশি সাফাইকর্মীদের আরও অভিযোগ, তারা বারবার এ নিয়ে ওই কেয়ার‌ওয়েল অ্যালাইএড সার্ভিস কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ওই সংস্থা তাদের পাত্তাই দেননি বলে অভিযোগ। এরপরেই নর্থবেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে মালদা জেলার DM, CMOH ও BMOH কে লিখিত অভিযোগ জানাই চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা।
কিন্তু তারপরও বেতন সংক্রান্ত সমস্যার সুরাহা না হওয়ায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সাফাইকর্মীরা।
অন্যদিকে কালিয়াচক ৩ নম্বর ব্লকের BMOH দেবাঙ্কুর বর্মন জানান, আমরা সাফাইকর্মীদের বকেয়া বেতন সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তাছাড়াও এই বকেয়া বেতনের যথেষ্ট সত্যতা রয়েছে কারণ ওই কেয়ার‌ওয়েল অ্যালাইএড সার্ভিস সংস্থাটি সাফাইকর্মীদের বেতন প্রদান করেনি। আমরা বিষয়টি CMOH ম্যাডামকে ইতিমধ্যেই জানিয়েছি, তিনি খতিয়ে দেখবেন ঠিক কি কারণে সাফাইকর্মীদের বেতন ওই সংস্থা দিচ্ছেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 13 =