সামনেই কালি পুজো,নৈহাটি অঞ্চলের কালীপুজো নিয়ে সভা।

সামনেই কালি পুজো,নৈহাটি অঞ্চলের কালীপুজো নিয়ে সভা।

দুর্গাপুজো শেষ।এবার পালা শ্যামা পূজার।দেবী চণ্ডীকে আহবান জানানোর পালা।আর শ্যামাপূজা মানেই মাথায় আসে নৈহাটির নাম। আর মাত্র ১৪ দিনের অপেক্ষা। করোনা আবহে দু’বছর ধরে জৌলুসহীন নৈহাটির কালীপুজো।এবছর যাতে কালীপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে আলোচনা সভা করা হয় নৈহাটি ঐকতান সভাগৃহে। নৈহাটি এলাকার কালিপুজো সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে মঙ্গলবার নৈহাটি ঐকতান ভবনে আয়োজিত হলো এক সমন্বয় সভা।এই সভায় উপস্থিত ছিলেন নৈহাটি থানার আধিকারিক সহ নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য সদস‍্য এবং নৈহাটি অঞ্চলের কালি পুজো কমিটির সদস্যরা।পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি এদিন সকলের উপস্থিতিতে নৈহাটী কালীপুজোর বিসর্জনের দিন ও ঠিক করা হয়।আগামী ৮ নভেম্বর সোমবার দেবী কালীর নিরঞ্জনের দিন ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 9 =