সামসেরগঞ্জ থানার কোহেতপূর গ্রাম এলাকায় রাস্তার ধারের একটি জঙ্গল থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার।
শনিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার কোহেতপূর গ্রাম এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা জনবসতি এলাকার মধ্যে জারে বোমা রেখেছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রামপুরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া বার্তা দেওয়ার পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক বোমা ও অস্ত্র উদ্ধার হচ্ছে তার পরে জোরদার তৎপরতায় মধ্যে বোমা উদ্ধ্যারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জে।