সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, হিন্দুর মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলিমরা।

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, হিন্দুর মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলিমরা।

হিন্দুর মৃতদেহ সৎকার করে নজির গড়লেন মুসলিমরা।ভাঙড়ের কাশীপুর সর্দার পাড়ার বাসিন্দা পরাণ দাসের মৃত্যুতে তাঁর দেহ সৎকার করতে এগিয়ে এলেন আব্দুর রহিম, হাসানুর রহমান, ফারুক মোল্লা। সম্প্রীতির এক অনন্য নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।আর এই উদ্যোগে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা আব্দুর রহিম।বিপদের সময় মুসলিমদের পাশে পেয়ে খুশি স্থানীয় হিন্দুরাও। দেশজুড়ে যখন সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে, তখন এই ছবি সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন ভাঙড়ের বাসিন্দারা।
ভাঙড়ের কাশীপুর থানা এলাকার কাশীপুর সর্দার পাড়াতে পরাণ দাস (৫০) বসবাস করতেন।তার এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখেই দিন যাপন করতেন পরাণ।সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার ভোরে মারা যান তিনি। খবর পেতেই এলাকার অসহায় হিন্দু পরিবারের পাশে ছুটে যান এলাকার মুসলিমরা। সকাল থেকে পরিবারের পাশে থাকার পাশাপাশি সৎকার করতে এগিয়ে আসেন মুসলিম যুবকরা। খোদ স্থানীয় তৃণমূল নেতা আব্দুর রহিমের নেতৃত্বে মুসলিমরা প্রতিবেশী পরাণের সৎকারে এগিয়ে আসেন। সম্প্রীতির এই নমুনায় খুশি হিন্দু–মুসলিম সব পক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + eighteen =