তৃণমূল ছাড়লেন সোয়েব কবীর ।তৃণমূল কংগ্রেসের এই তরুণ মুখের শিকড় মুর্শিদাবাদে। তাঁকে সায়নী ঘোষের সহযোদ্ধা হিসাবে কাজ করতে দেখা গিয়েছে এত দিন।বলিউডে যেমন কাজ করেছেন শোয়েব কবীর, তেমনই টলিউডে কাজ করেছেন। আবার রাজনীতির সঙ্গে তিনি জড়িয়েছেন বেশ কিছু বছর ধরেই।
তবে এইবার ছন্দপতন সূত্রের খবর তৃণমূল ছাড়লেন সোয়েব কবীর ! সম্প্রতি হুমায়ুন কবীর নতুন দল তৈরী করেছেন যার নাম জনতা উন্নয়ন পার্টি। সেই পার্টি ঘিরে যখন চর্চা তুঙ্গে, সূত্রের খবর ঠিক তখনই তৃণমূল কংগ্রেস ছাড়লেনশোয়েব। নতুন দলে যোগ দিচ্ছেন অভিনেতা। সূত্রের খবর কাজ করবেন রাজ্য মুখপাত্র হিসাবে। তৃণমূল কংগ্রেস ছাড়লেন অভিনেতা শোয়েব কবীর। হুমায়ুন কবীরের তৈরি নতুন দলে যোগ দিচ্ছেন তিনি। জনতা উন্নয়ন পার্টি দলের রাজ্য মুখপাত্র হিসাবে কাজ করবেন। আগামী বিধানসভা নির্বাচনেলড়তে পারেন শোয়েব।
