হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের।সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের। রাজ্যের আবেদনই খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বহাল রইল হাইকোর্টের নির্দেশ। প্রসঙ্গত ,হাইকোর্টের নির্দেশে শনিবার মুক্তি পান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ি। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সেখানেও ধাক্কা খেল রাজ্য সরকার। প্রসঙ্গত,গতকাল সায়নকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এই মামলায় হাইকোর্টে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য় সরকার। আদালতের নির্দেশে তাঁকে মুক্তি দেওয়া হয় শনিবার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।