সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী।
সোমবার রাত ১.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের নতুন বাজার এলাকার পুলিশ লাইন বিল্ডিংয়ে।হুগলী জেলা গ্ৰামীণ পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, মৃত পুলিশ কর্মীর নাম দিপঙ্কর রজ্ঞিত(৪৪)। বড়ি পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইতে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মী সোমবার রাতে সেন্টি ডিউটি করছিলেন।সেই সময় তিনি আচমকাই রাইফেল থেকে গুলী চালান।গুলির আওয়াজে অন্যান্য সহকর্মীরা ছুটে এসে রক্তাক্ত পুলিশ কর্মীকে স্থানীয় সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
কি কারণে পুলিশ কর্মী আত্ম্যহত্যা করল, তা খতিয়ে দেখছে সিঙ্গুর থনার পুলিশ।
