বীরভূমের সিউড়ির একটি ইলেকট্রিক পোলে হঠাৎই আগুন

বীরভূমের সিউড়ির একটি ইলেকট্রিক পোলে হঠাৎই আগুন

আজ বিকেল পাঁচটা নাগাদ সিউড়ি সুভাষপল্লী ও সাজান পল্লীর মাঝে আবাসনের সামনে একটি ইলেকট্রিক পোলে হঠাৎই আগুন ফুলকি দেখা যায় ।এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে যায় ইলেকট্রিকে পোলে জড়ানো কেবল তারে থেকে।এলাকার মানুষ সিউড়ি দমকল বিভাগ, ইলেকট্রিক সাপ্লাই ও সিউড়ি থানা কে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সিউড়ি দমকল বিভাগের একটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে চেষ্টা করছে।হঠাৎ আগুন লেগে যাওয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন পাশে থাকা আবাসনের মানুষ মানুষজন আতঙ্কিত হয়ে রোডের উপর নেমে আসে দমকল বিভাগের এসে নিয়ন্ত্রণে আনে আগুনকে পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =