পুজোর ছুটিতে মোটরবাইকে সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদহের যুবকের ৷ মৃত যুবকের নাম রাহুল সিংহ (২৭) বাড়ি মালদা শহরের সানিপার্ক শিমুলতলা এলাকায়৷ বাবা তপন সিংহ পেশায় পুলিশ কর্মী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর সকালে মোটরবাইকে করে তিন বন্ধু মিলে সিকিম ঘুরতে গিয়েছিল৷ বাড়িফেরার পথে গত সোমবার দুর্ঘটনার কবলে পড়ে তিন বন্ধু৷ যদিও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করলে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রাহুল সিংহের মৃত্যু হয় এবং বাকি দুই বন্ধু আহত অবস্থায় চিকিৎসাধীন।বুধবার সকালে তাঁর মৃতদেহ বাড়ি এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার সহ আত্মীয় পরিজনেরা।