কলকাতা থেকে সিকিম যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাতসকালে মালদহের গাজোল থানার আদিনা আমতলায় এলাকায়। জানা গিয়েছে, আহত বাইক আরোহীর নাম অরূপ সার্জেন(২৪) বাড়ির উত্তর ২৪ পরগনার দমদম এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে দুটি বাইকে করে দুই বন্ধু অরূপ সার্জেন ও তার বন্ধু রকি ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন সিকিম যাওয়ার উদ্দেশ্যে। সিকিম যাওয়ার পথেই মালদার গাজলের আদিনা আমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অরূপ সার্জেন নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ছুটে যান জাতীয় সড়কের কর্তৃপক্ষ। জাতীয় সড়কের অ্যাম্বুলেন্সে করে আহত বাইক আরহীকে উদ্ধার করে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই বাইক আরোহী।