সিঙ্গুরের ঠাকুরানী চকের বই ব্যবসায়ী খুনের ১৩ মাস পর খুনের কিনারা করলো পুলিশ।
গ্রেপ্তার সিঙ্গুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের হিসাব রক্ষক ও তার বন্ধু। তাদের মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,গত বছর ২২শে মার্চ সিঙ্গুরের আনন্দনগরে আইকন ইংলিশ মিডিয়াম স্কুলে বই, খাতা, বিক্রি বাবদ বকেয়া টাকা আনতে গিয়ে নিখোঁজ হন বই ব্যবসায়ী সনৎ কুমার দাস।দুদিন পর ২৪ শে মার্চ তার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয় সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ থেকে।
পরিবারের তরফ থেকে সিঙ্গুর থানায় খুনের অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে।প্রায় ১৩ মাস খুনে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত আদিত্য মাইতির কাছ থেকে বকেয়া পাওনা টাকা আনতে স্কুলে যায় সনৎ কুমার দাস। সেখানেই বচসায় জড়িয়ে পড়ে দুজন।তারপর আদিত্য ভারি লোহার বস্তু দিয়ে সনৎকে হত্যা করে এবং দেহ বস্তা বন্দি করে তারই বন্ধু শ্যামল সেনাপতিকে ডাকে মৃতদেহ লোপাটে সাহায্য করার জন্য। দুজন মিলে গিয়ে দূর্গাপুর জাতীয় সড়কের পাশে বস্তাবন্দি মৃতদেহ ফেলে দেয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছে মৃতের পরিবার।