সিঙ্গুরে একই পরিবারের ৪ জনকে খুনের ঘটনায় গ্রেফতার ১।
সিঙ্গুরের নান্দায় একই পরিবারের ৪ জনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক প্যাটেল নামে একজনকে গ্ৰেপ্তার করল হুগলী জেলা গ্ৰামীণ পুলিশ।এই ঘটনায় জড়িত আরো একজন অভিযুক্ত যোগেশ প্যাটেল এখনো পলাতক।পুলিশ সূত্রে জানা গেছে, দীপকের ভাই যোগেশ প্যাটেল।তার খোঁজে তল্লাশী চলছে। অভিযুক্তকে শুক্রবার কোর্টে তোলা হবে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ কুকুর আনা হয়েছে তল্লাশীর জন্যে।পুলিশ সূত্রে আরো জানা গেছে, ধৃত দীপক প্যাটেল কাঠের কলেই কাজ করতেন।ওখানেই থাকতেন তিনি।মৃত দীনেশ প্যাটেলের সম্পর্কে মামাতো ভাই দীপক প্যাটেল।