সিঙ্গুরে চাকরী প্রার্থীদের আন্দোলনে পুলিশের বাধা।
বারংবার সরকারি চাকরীর দাবিতে আন্দোলনে নামছে চাকরিপ্রার্থীরা।এবার চাকরির দাবিতে আন্দোলনে এসএসসি চাকরিপ্রার্থীরা।এদিন পরীক্ষায় পাশ করা এসএসসি চাকরিপ্রার্থীরা সিঙ্গুর স্টেশন থেকে আন্দোলন শুরু করার পরেই সঙ্গে সঙ্গে এসএসসি প্রার্থীরা পুলিশের বাধার মুখে পড়েন।মিছিল আটকে দেয় পুলিশ।চাকরী প্রার্থীদের অভিযোগ,SSC পরীক্ষায় পাশ করা শারীরশিক্ষা ও কর্মশিক্ষার প্রার্থীদের নিয়োগ করা হয়নি।পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় চাকরিপ্রার্থীদের।পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে সিঙ্গুর থানায় নিয়ে আসে।
