সিঙ্গুরে বিজেপির কর্মসূচি।
আজ অর্থাৎ মঙ্গলবার থেকে তিনদিন বিজেপি কিষাণ মোর্চার ডাকে ধর্না অবস্থানের কর্মসূচি নিয়েছে বিজেপি।সেই ধর্না হবে সিঙ্গুরে টাটা প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছিল যে জমি সেই জমির সামনে দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে।প্রশাসনিক অনুমতি নিয়ে জটিলতা দেখা দিয়েছিল।মঞ্চ বাঁধার কাজ করতে গেলে বাধা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমনই অভিযোগ ছিল বিজেপি নেতৃত্বের। ওই জায়গায় ধর্না করা যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল।বিজেপি সাধারন সম্পাদক সায়ন্তন বসু জানিয়ে দিয়েছিলেন কর্মসূচি করতে না দিলে কুরুক্ষেত্র হবে।সোমবার তারকেশ্বরে এসে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন ধর্নায় বাধা দিলে অনশন হবে।যে কোনো ভাবে এই কর্মসূচি করতে মরিয়া বিজেপি।জাতীয় সড়ক কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে দাবী করেন বিজেপি নেতৃত্ব।অবশেষে গতকাল রাতে পুলিশ বিজেপি কর্মসূচির আবেদন গ্রহণ করেছে।সিঙ্গুর পুলিশ সূত্রে খবর, পুলিশের কাছে বিজেপি কি কর্মসূচি করবে তা জানিয়েছে।বিজেপি নেতৃত্বের দাবী কোভিড বিধি মেনে ধর্না করার অনুমতি দিয়েছে পুলিশ।অবশেষে জট কাটায় আজ সকালে ধর্না মঞ্চ বাঁধার কাজ শুরু হয় সিঙ্গুরে।সকাল দশটা থেকে ধর্না কর্মসূচি হবার কথা থাকলেও তা কিছুটা দেরিতে শুরু হবে বলে জানা গেছে।আজ ধর্নায় শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সহ বিজেপি বিধায়ক সাংসদরা উপস্থিত থাকবেন।
