সিঙ্গুর চলো অভিযানের দ্বিতীয় দিন।
বিজেপির কিষাণ মোর্চার ডাকা ধরণার দ্বিতীয় দিন।মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিঙ্গুরে এই কর্মসূচী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সড় একাধিক নেতারা গতকাল সিঙ্গুরে এসেছিলেন।মঙ্গবার রাত থেকে বিজেপি কর্মীরা ঠান্ডায় তিনদিক খোলা মঞ্চে রাত কাটিয়েছেন।তৈরি করা হয়েছে ২০ ফুট বাই ৪০ ফুট সাইজের বড় মঞ্চ।সেই মঞ্চ থেকে রাজ্যের নেতারা বক্তব্য রাখবেন।
