সিপিএমের মিছিল থেকে কামারহাটির বিধায়কের ওপর হামলার অভিযোগ,পাল্টা তৃণমূল বিধায়ক।

সিপিএমের মিছিল থেকে কামারহাটির বিধায়কের ওপর হামলার অভিযোগ,পাল্টা তৃণমূল বিধায়ক।

দুষ্কৃতি নিয়ে কামারহাটির বিধায়কের সিপিএমের মিছিল আটকানোর অভিযোগ সিপিএমের ।পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষায় দুর্নীতিতে গ্রেফতারির ঘটনায় সিপিএমের পক্ষ থেকে মিছিল করা হয় । কামারহাটি মোড় থেকে মিছিল শুরু হয়ে রথতলা মোড়ে আসার পর মিছিল থেকে বিধায়ক মদন মিত্রের ওপর হামলার অভিযোগ সিপিএমের কর্মী-সমর্থকদের দিকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অপরদিকে সিপিএমের তরফ থেকে অভিযোগ, সিপিএমের মিছিল যখন কামারহাটি রথতলা মোড় দিয়ে যাচ্ছিল সেই সময় কামারহাটির বিধায়ক মদন মিত্র দুষ্কৃতীদের নিয়ে মিছিলে আটকানোর চেষ্টা করে এবং হুমকি দেয়। এই ঘটনার পর মদন মিত্র হুঁশিয়ারি দেন আগামী দিনে সিপিএম অশান্তি পাকানোর চেষ্টা করলে বেলঘড়িয়া অঞ্চলে সিপিএম কর্মীদের বাড়ির সামনে মিছিল করে ব্লক করে দেবে তৃণমূল কর্মীরা। এই গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মদন মিত্র বলেন, “পুলিশের কোলে সিপিএম দোলে।” এই ঘটনাকে নিয়ে বেলঘড়িয়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 15 =