সিবিআই হেফাজতে,গাড়িতে বসে চোখে জল অনুব্রতর।

সিবিআই হেফাজতে,গাড়িতে বসে চোখে জল অনুব্রতর।

নিজাম প্যালেসের উদ্দেশ‍্যে নিয়ে আসা হচ্ছিল অনুব্রত মণ্ডলকে।গতকাল সকালে তাঁকে তাঁর বোলপুরের বাড়ি থেকে আটক করে সিবিআই। আদালত হেফাজতের নির্দেশ দেয়।সিবিআই আধিকারিকের সঙ্গে গাড়িতে বসেও চোখে জল ছিল অনুব্রতের। দিনভর অবশ্য তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদালত চত্বরে এমনকি, বোলপুরে তাঁর বাড়ির কাছে গরু চোর শুনেও কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত।
দল সাথে নেই এমনটাই প্রেস কনফারেন্স করে গতকাল তৃণমূল ভবন থেকে জানানো হয়েছে । তবে কি মানসিক অবসাদেই তার এই কান্না ? নাকি বীরভূমের বেতাজ বাদশার সাম্রাজ্য পতনের আবেগকে ধরে না রাখতে পেরে কান্না করছেন অনুব্রত ? জল্পনা রাজনৈতিক মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − eleven =