সিলভার স্টেশনের মর্যাদা পেল, মালদা টাউন স্টেশন

গ্রীন রেলওয়ে প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান গ্রীন বিল্ডিং কাউন্সিল (আইজিবিসি) মালদা টাউন স্টেশন ক্যাটাগরিতে স্টেশনকে সিলভার বলে চিহ্নিত করেছে। এই খবরে খুশির হাওয়াই মেতেছে মালদা ডিভিশনের রেল আধিকারিক থেকে কর্মীরা। পূর্ব রেলের শিয়ালদা স্টেশনের পর দ্বিতীয় মালদা টাউন স্টেশন সিলভার স্টেশনের মর্যাদা পেল। মালদা ডিভিশন এর ডিআরএম যতেন্দ্র কুমার জানান, এই সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেশনের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ব্যবস্থা থাকা স্বাস্থ্যবিধি মেনে চলা, বিদ্যুৎ ও অন্যান্য শক্তি সংরক্ষণ, জলের অপচয় রোধ, সবুজায়ন এবং পরিবেশ বান্ধব অভিনব পদক্ষেপ গ্রহণ, এই বিষয়গুলো বিবেচনা করে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য সার্বিকভাবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের গ্রীন রেলওয়ে প্রজেক্ট দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান গ্রীন বিল্ডিং কাউন্সিলি (আইজিবিসি) সিলভার ক্যাটাগরিতে মালদা টাউন স্টেশন কে চিহ্নিত করেছে। মোট ১০০ পয়েন্টের মধ্যে মালদা টাউন স্টেশন ৬১ পয়েন্ট সিলভার স্টেশনের মর্যাদা পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + eighteen =