তথ্য সূত্রে খবর ,অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। এরপর তাদের বসিরহাট মহাকুমা আদালতে পেশ করলো স্বরূপনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরের ভারত বাংলাদেশ বিথারী সীমান্ত দিয়ে,আজ রবিবার ভোরে দুজন বাংলাদেশি নাগরিক তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবার চেষ্টা করছিল।সেই সময় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে, কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।এরপর তাদেরকে আটক করে জোয়ানরা স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।এরপর স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই দুজন বাংলাদেশি নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে,তাদের নাম নাসির শেখ ও তারিফা বেগম, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল এলাকায়। দীর্ঘদিন ধরে কাজের সূত্রে এদেশে থাকতো। এরপর আজ রবিবার ভোরে তারা দেশে ফিরে যাচ্ছিল।কোন বৈধ কাগজপত্র না থাকায় স্বরূপনগর থানা পুলিশ ওই দুজন বাংলাদেশ নাগরিককে গ্রেফতার করে। ধৃত দুই বাংলাদেশী নাগরিককে আজ অর্থাৎ রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে এমনটাই জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 6 =