সীমান্তে আগ্নেয়াস্ত্র,গুলি সহ উদ্ধার তরল মাদক, গ্রেপ্তার দুই।

সীমান্তে আগ্নেয়াস্ত্র,গুলি সহ উদ্ধার তরল মাদক, গ্রেপ্তার দুই।

বসিরহাট মহকুমার বসিরহাট থানা ভারত-বাংলাদেশের বাংলা সীমান্তে আখারপুর এলাকার ঘটনা।মঙ্গলবার গভীর রাতে কুখ্যাত দুষ্কৃতী আবুল হোসেন মন্ডল সঙ্গীকে নিয়ে জড়ো হয়েছিল এলাকায়।বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দ সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আবুলকে গ্রেপ্তার করে।অপর দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ধৃত দুষ্কৃতীর বাড়ি গাছা এলাকায়।তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি।দীর্ঘদিন ধরে পুলিশ তল্লাশি চালাচ্ছিল। পাশাপাশি বাদুড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তে শায়েস্তানগর নগর গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ গ্রামে বুধবার ভোররাতে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিল সাউয়ের কাছে খবর আসলে একদল পুলিশ গিয়ে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৫ লিটার তরল মাদক।যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।তার বাড়ি জগদ্দল থানার শ্যামনগর এলাকায়।বছর ৬২ এর কৃষ্ণপদ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগ উঠে আসছিল। এর সঙ্গে কোনো আন্তর্জাতিক মাদক পাচারের যোগসূত্র রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।নিষিদ্ধ মাদক পাচারকারী কৃষ্ণপদকে এদিন বারাসত জেলা আদালতে তোলা হবে। পাশাপাশি বসিরহাটে ধৃত দুষ্কৃতীকে এদিন বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।এই দু’জনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট পুলিশ জেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =