সীমান্তে উদ্ধার প্রচুর রুপার গহনা, গ্রেপ্তার ২।

সীমান্তে উদ্ধার প্রচুর রুপার গহনা, গ্রেপ্তার ২।

বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আরশিকাটি ও বিথারী গ্রামের ঘটনা।১১২, নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী চন্দ্রশেখর জানিয়েছেন,সীমান্তে ৮ কেজি রুপার গয়না সহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন।ওই গয়নার বাজার মূল্য আনুমানিক ৪,১৯,৪৩৯/ – টাকা।এই সমস্ত রুপার গয়না উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত চৌকি আরশিকারি ও হাকিমপুর এলাকা থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।সেই সময় ওই যুবকদের দেখে সীমান্ত বাহিনীর সন্দেহ হয়।সন্দেহভাজন যুবকরা একটি বাড়ির ভিতরে ছিল।বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের দেখে দুই যুবক মোটরবাইকে করে পালানোর চেষ্টা করলে জওয়ানরা ওই যুবকদের ধরে ফেলে।বাড়িটি তল্লাশি করা হলে মোটরসাইকেলের ভিতর থেকে মোট ৭ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়।যার মূল্য ধরা হয়েছে ৩,৭৫,১৪৮ / – টাকা।জানা গেছে, পাচারকারীরা হলেন সায়েম আলী দালাল(৪৫ ),বাড়ির মালিক অভিজিৎ বিশ্বাস (৪২)।জওয়ানরা রুপার গহনা সহ টোটোটি বাজেয়াপ্ত করে। রুপার গয়না সহ টোটো এবং মোটর সাইকেল ও দুই পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =