সীমান্তে চারচাকা গাড়ির সিটে তলা থেকে ১০,কেজি রুপোর গহনা উদ্ধার আটক গাড়ি।
বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানা ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের খা পারার ঘটনা। ঘন কুয়াশার দূর দৃশ্যমানতা সুযোগ নিয়ে বাংলাদেশ রুপো পাচারের আগেই প্রচুর রুপোর গহনা উদ্ধার একটি চারচাকা গাড়ি ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। সেই সময় ১১২, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। যে ভাবে গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি তল্লাশি করতে চক্ষুচড়কগাছ গাড়ির সিটের তলা থেকে প্রায় দশ কেজি রূপোর গহনা উদ্ধার হয়েছে যার বাজারমূল্য প্রায় ৭, লক্ষ টাকা। উদ্ধার হওয়ার রুপোর গহনা তেতুলিয শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক গাড়িটিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
