সীমান্তে ট্রাক থেকে প্রচুর সোনার বাট সহ গ্রেফতার ২
বসিরহাট মহকুমা বসিরহাট থানার ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। শুক্রবার সকাল এগারোটা নাগাদ একটি ট্রাক ঘোজাডাঙা সীমান্ত হয়ে বাংলাদেশ ঢোকার মুহূর্তে । সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়।১৫৩,নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। তল্লাশির সময় চক্ষু চড়কগাছ। ট্রাকচালকের গাড়ির কেবিনের তলা থেকে১৬টা সোনার বাট ওজন ২ কেজি ২০০ গ্রাম বাজারমূল্য প্রায় ১, কোটি টাকা ।হাতেনাতে পাকড়াও গাড়িচালক কমল হাসান, খালাসী রজব ঢালী ধৃত দুই জন ট্রাকে যাওয়ার সময় এই সোনা বারগুলি পাচার করছিল বলে অভিযোগ এই দুজনের বাড়ি বসিরহাটের ইটিন্ডা ও পানিতর ।ধৃত দুই সোনা পাচারকারীদের বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আজ শুক্রবার দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে । এদের সঙ্গে কোন আন্তর্জাতিক সোনা পাচারকারীদের যোগসুত্র আছে কিনা তদন্তে রাখছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ট্রাকচালকের মালিক ও ব্যবসায়ীদের খবর দেয়া হয়েছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোজাডাঙ্গা আমদানি ও রপ্তানি সংস্থার ব্যবসায়ীদের মধ্যে