সীমান্তে দালাল ২ মহিলা সহ ১০ জন বাংলাদেশী গ্রেফতার।

সীমান্তে দালাল ২ মহিলা সহ ১০ জন বাংলাদেশী গ্রেফতার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের রাজ্য সফরের মধ্যেই বিএসএফের চোখ এড়িয়ে বাংলাদেশিরা এদেশে।বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর চেকপোস্টের ঘটনা। শুক্রবার সকালে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়ে ১০ জন।তার মধ্যে ২ জন মহিলা রয়েছে এবং ১জন দালাল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছে।সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতেই ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।দালাল সইদুল সরদারের বাড়ি স্বরূপনগর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালী সীমান্তে।ধৃত ১০ জন বাংলাদেশীকে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।বৈধ কাগজপত্র ছাড়াই দালালের সহযোগিতা নিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছে বলেই পুলিশের কাছে স্বীকার করেন তারা।এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের যশোর জেলা মাদানী হাট ও লক্ষীপুর এলাকায়।দালালের বাড়ি স্বরূপনগরে।ধৃত দালালসহ ১০ জনকে বাংলাদেশীকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা কলকাতায় এসে সীমন্ত সুরক্ষা নিয়ে মুখ্যসচিব পুলিশ কমিশনার জেলাশাসক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। তার আগেই বাংলাদেশী গ্রেপ্তার হওয়া সীমান্ত সুরক্ষা নিয়ে আরো একবার প্রশ্ন উঠে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 − one =