সীমান্তে বিল বল্লি মাছের ঘেড়িতে কয়েক লক্ষ টাকার লাগাতার মাছ চুরি।

সীমান্তে বিল বল্লি মাছের ঘেড়িতে কয়েক লক্ষ টাকার লাগাতার মাছ চুরি।

 

বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে সাতটা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে ৫২ হাজার একর বিল বল্লির জমির রয়েছে। যেখানে একদিকে কৃষি অন্যদিকে মৎস্য চাষের উপর নির্ভর করে কয়েক হাজার মৎস্যজীবী। আর সেখানেই গত ১৫ থেকে ২০ দিনে রাতের অন্ধকারে, ১০থেকে ২০ জনের দুষ্কৃত দল। হাতে লাঠি বাঁশ নিয়ে নৈশ্যপৌহীদের বেঁধে রেখে লক্ষ লক্ষ টাকার সাদা মাছ যেমন বাগদা চিংড়ি, কাতলা মাছ, পার্সে ভেটকি সহ একাধিক সাদা মাছ চুরি করে কে চম্পট দিচ্ছে দুষ্কৃতীয়া । বিশেষ করে বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের, প্রায় ৫০ টা মেচোভেরীতে লাগাতার এই চুরির ঘটনায় রীতিমতো মৎস্যজীবী মহলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে মৎস্যজীবীরা স্বরুপনগর নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তদন্ত শুরু করেছে পুলিশ।তাদের দাবি ইতিমধ্যে এই এলাকায় মস্তজীবীদের মান্যতা দিয়ে বহু প্রতীক্ষিত মৎহাপ তৈরি হয়েছে। তার পাশে মেছোঘেড়ি গুলো রয়েছে, এখান থেকে মাছ লুট করে পালাচ্ছে দুষ্কৃতীরা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক পুলিশ। সীমান্তের প্রান্তিক‌ও ক্ষুদ্র মৎস্যজীবীরা বিল বল্লিতে মাছ চাষ করে। তাদের জীবিকা নির্ভর করে, অবিলম্বে এটা বন্ধ হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 12 =