সীমান্তে সোনার বিস্কুট সহ পাচারকারী গ্রেফতার।

 

বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী সীমান্তের দোহর কান্দা গ্রামের ঘটনা। শনিবার রাত্রিবেলায় দুবাই, মায়ানমার-বাংলাদেশ হয়ে ১০ টি সোনার বিস্কুট ওজন ১কেজি ২০০ গ্রাম যার বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। গোলাম হোসেন নামে একজন পাচারকারী সেগুলি ব্যাগে করে নিয়ে আসছিলেন। বাড়ি হাকিমপুর উত্তরপাড়ায়। সেই সময় ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়।তাকে জিজ্ঞাসাবাদ জেরা করতেই ব্যাগ থেকে বেরিয়ে আছে সোনার বিস্কুট। তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুট তেঁতুলিয়ায় শুল্ক দফতর হাতে তুলে দিয়েছে। বিএসএফের প্রাথমিক অনুমান, এগুলি কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ ।ধৃত সোনা পাচারকারীকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 13 =