উত্তর ২৪ পরগনার বসিরহাটে স্বরূপনগর থানার আরশিকাঠি সীমান্তে দশ পিস সোনা নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে থেকে ভারতে পাচার করার আগের মুহূর্তে হাতেনাতে গ্রেফতার করে বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তী বাহিনী রক্ষীরা। ওই দশ পিস সোনার ওজন ১ কেজি ১৬০ গ্রাম বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। ধৃত পাচারকারী নাম অমল সাহা তার বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ‘আরসীকাটি সীমান্তে। পাচারকারী বাংলাদেশ থেকে সোনা গুলো ভারতে পাচার করার চেষ্টা করছিল।ধৃত পাচারকারীকে আটক করেছে স্বরূপনগর থানার পুলিশ। উদ্ধারা সোনার বিস্কুট গুলোকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।