সীমান্তে ২০, কেজি গাঁজাসহ বাংলাদেশি পাচারকারী সহ গ্রেপ্তার ২,

সীমান্তে ২০, কেজি গাঁজাসহ বাংলাদেশি পাচারকারী সহ গ্রেপ্তার ২,

বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ দোবিলা সীমান্তের ঘটনা। এদিন ভোর রাতে ধৃত দুই মাদক পাচারকারী আসাদুল ও ধনঞ্জয় নামে দুই পাচারকারী বাংলাদেশ গাঁজা পাচার করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। সেই সময় ১৫৩, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়, তাদের কে হাতেনাতে পাকড়াও করে উদ্ধার হয়েছে কুঁড়ি কেজি গাঁজা যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। আসাদুলের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়, কুশখালী গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, কুঁড়ি কেজি গাঁজা নিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৫৩, নম্বর ব্যাটালিয়নের দোবিলা সীমান্তে বিএসএফ তাদেরকে পাকড়াও করে, এবং স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া। আরেক পাচারকারী ধনঞ্জয়ের বাড়ি স্বরূপনগর দোবিলা সীমান্তে ধৃত দুই পাচারকারীকে আজ বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =