সীমান্তে ৬,টি আগ্নেয়াস্ত্র, অসংখ্য কার্তুজ তরল মাদক সহ দুই দুষ্কৃতী গ্রেফতার।
বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আখারপুর গ্রামের ঘটনা। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, বসিরহাট থানার সুরিন্দর সিং এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে গোপন দুষ্কৃতীদের ডেরায় হানা দেয়। বিপুল পরিমাণ অস্ত্র সহ পাকড়াও করে দুই কুখ্যাত দুষ্কৃতী, ও আল আমিন মন্ডল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছটি ওয়ান শাটার, ১২ রাউন্ড গুলি সঙ্গে ধারালো অস্ত্র ১০ লিটার তরল মাদক।দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন থানায় একাধিক খুন,ডাকাতি, ছিনতাই রাহাজানি সমাজ বিরোধী কাজের জন্য অভিযোগ ছিল।পুলিশ এদেরকে খুঁজছিল আজ মঙ্গলবার ভোররাতে সীমান্তের ইটিন্ডা থেকে ঘোজাডাঙ্গা সীমান্তের দিকে যাচ্ছিল। আগ্নেয়াস্ত্র মাদক নিয়ে দুই দুষ্কৃতী । সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী কে মঙ্গলবার বারাসত জেলা আদালতে তোলা হবে।
