সীমান্ত থেকে কয়েকশো বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ২।
বনগাঁও-বারাসাত রেঞ্জের যৌথ অভিযানে ২৫ বস্তা কচ্ছপ উদ্ধার।বসিরহাটের স্বরূপনগর চারঘাটে কয়েক টন কচ্ছপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।ঘটনায় হাতেনাতে পাকড়াও ২। বস্তাবন্দি কয়েকশো কচ্ছপ যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। আজ সকালবেলা গোপন সূত্রে বনদপ্তরের কাছে খবর যায়, চারঘাট এলাকায় স্বপন বণিক যার বাড়ি বনগাঁয় এবং সুকুমার যার বাড়ি স্বরূপনগর সারাফুল এলাকায়, এই দুই পাচারকারী সীমান্তে কচ্ছপ পাচার করছিলএরা কচ্ছপগুলো চারঘাট এলাকায় বস্তাবন্দি অবস্থায় জড়ো করেছিল। প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকেই কচ্ছপগুলো আনা হয়েছে।একদিকে খোলাবাজারে বিক্রি অন্যদিকে পাচার করার উদ্দেশ্য ছিল কিনা সেটাও তদন্ত করে দেখছে বনদপ্তর। ধৃত দুই কচ্ছপ পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।এদের সঙ্গে আন্তর্জাতিক কচ্ছপ পাচারকারী যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বনদপ্তর।অন্যদিকে এই কচ্ছপগুলো কলকাতার খোলাবাজারে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল কিনা সেটাও তদন্তে রাখছে বনদপ্তর। বারাসাত রেঞ্জের বন দপ্তর আধিকারিক ভাস্কর জ্যোতি পাল জানান,গোপন সূত্রে খবর পেয়েই যৌথ অভিযানে বস্তাবন্দি কচ্ছপগুলো আটক করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। এদের সঙ্গে আরও কোনো বড় পাচার চক্র যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কচ্ছপগুলোকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে।