সুতো রং করার কাজে ব্যবহৃত নাইট্রিক লবণ ভেবে করা হল মাংস রান্না, খেয়ে একই পরিবারের গুরুতর অসুস্থ ৯ জন।
ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার হরিপুরে। সুতো রং করার কাজে ব্যবহৃত নাইট্রিক লবণ ভেবে করা হল মাংস রান্না। আর সেই মাংসকে এই গুরুতর অসুস্থ একই পরিবারের ৯ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে রয়েছে তিন জন শিশু এবং মহিলা সহ মোট ৯ জন। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। হরি পুর হাই স্কুল সংলগ্ন এলাকায় বাসিন্দা তপন সরকার। দুপুরে প্রতিদিনের মতোই রান্না করে প্রত্যেকেই খেয়েছিল মাংস ভাত। কিন্তু সুতোর রং করার কাজে ব্যবহৃত নাইট্রিক লবণ ভেবে তরকারিতে দিয়ে ফেলে। দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় শারীরিক অসুস্থতা। সঙ্গে তীব্র বমি। এরপরেই বাড়ির সকলের নজরে আসে লবণের জায়গায় দিয়ে ফেলা হয়েছে বিষ জাতীয় নাইট্রিক। এরপরই সকলকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে ইতিমধ্যেই তিনজনকে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে আদেও কি কারণে তারা অসুস্থ হয়ে পড়লেন সম্পূর্ণ শারীরিক চিকিৎসার পরে সেটা জানা যাবে।