সুন্দরবনের পুলিশের টোল-ফ্রী নম্বরে ফোন করে বিয়ে রুখে দিল নাবালিকা।

সুন্দরবনের পুলিশের টোল-ফ্রী নম্বরে ফোন করে বিয়ে রুখে দিল নাবালিকা।

বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানার কাটাখালি গ্রামের ঘটনা। আজ শনিবার দুপুর বেলা মাদরাসার ১৪, বছরের নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রাম পাটলির যুবক মোসলেম গাজী সঙ্গে। পেশায় শ্রমিক, বিয়ের হওয়ার কথা ছিল আজ দুপুরবেলা কিন্তু এই বিয়েতে স্বয়ং নাবালিকা রাজি নয়, সে পড়াশোনা করতে চায়। তাই হিঙ্গলগঞ্জ থানার টোল-ফ্রী ১০০ নম্বরে ডায়াল করে বিয়ে রুখে দিল নাবালিকা নিজেই। পুলিশ আধিকারিকরা হাসনাবাদ ব্লকের বিডিও মুক্তার আহমেদ কে জানালে বিডিওর প্রতিনিধি ও পুলিশ আধিকারিক সহ বিয়ে বাড়িতে হাজির হন। ছাত্রীর বাবা সেলিম গাজী কে পুরো বিষয়টা জানায় প্রশাসনের আধিকারিকরা বাল্যবিবাহ অপরাধ। তার পড়াশুনা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা সরকারের বিভিন্ন প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী পাবে। পাশাপাশি তার পড়াশোনার খরচ প্রশাসন নেবে ।বাবা মুচলেকা দেওয়ার পর বিয়ে বন্ধ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − one =