বসিরহাটের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীদের জালে ধরা পরল একটি বিরল প্রজাতির মাছ। মাছটি ধরা পড়তই মৎস্যজীবীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়, কারণ ভারতীয় জলবায়ুতে সাধারণত এই ধরনের মাছ চোখে পড়ে না। মাছটিকে অনেকটি জাপানিজ ব্লচ্ড পর্কোপাইন ফিশ এর মত দেখতে। মৎস্যজীবী অনুপ মন্ডলের জালে এই মাছটি ধরা পড়ে। মাছটি ধরা পড়ার পরে নদীর পাড়ে আমবেড়িয়া বাজারে মাছটিকে নিয়ে আসলে তা দেখার জন্য বাজারে ভিড় জমে যায়। এমনকি পর্যটকরা ঘুরতে এসে এই মাসের খবর পেয়ে সটান বাজারে চলে আসেন। এক মৎস্যপ্রেমী সেই মাছটিকে নিজের অ্যাকোরিয়ামে রাখার রাখার জন্য সেই মৎস্যজীবী অনুপ মন্ডলের কাছ থেকে মাছটিকে ক্রয় করে নিয়ে যান।