সুন্দরবনের শিক্ষকই এখন স্যানিটাইজম‍্যান।

সুন্দরবনের শিক্ষকই এখন স্যানিটাইজম‍্যান।

করোনা সচতনতায় এবার এগিয়ে এলেন বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের শিক্ষক তুষার মন্ডল ওরফে স্যানিটাইজম্যান।সকাল থেকে রাত করোনার মহামারীতে টাকি রামকৃষ্ণ মিশনের শিক্ষককে দেখা গেল এক অন্য ভূমিকায়।প্রতিদিন সকালবেলায় অটো ভাড়া করে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, স্যানিটাইজার,ওষুধ নিয়ে নদী পেরিয়ে বাড়ির দুয়ারে পৌঁছে যান এই স‍্যানিটাইজম‍্যান। নিজে হাতেই একাই সবটা সামলাচ্ছেন।পাশাপাশি দিচ্ছেন সচেতনতার বার্তাও।নিজেই মাইকিং এর মাধ‍্যমে প্রচার করছেন।সুন্দরবনের বিভিন্ন দুর্গম এলাকায় মহামারীর হাত থেকে রক্ষা করতে নিজেই উদ্যোগ নিয়েছেন।তার কথায়, “প্রত্যন্ত সুন্দরবনের মানুষ আদিবাসী, অধ্যুষিত অঞ্চল তাই তাদের কাছে এই মহামারীটা কত ভয়ঙ্কর একবার নিজেই সশরীরে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + three =