সুন্দরবনে জলবন্দী দ্বীপ, করোনা মোকাবিলায় মোবাইল অক্সিজেন প্ল্যান্ট।
করোনা আবহে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি প্রবল হয়ে উঠছে।বীভিন্ন জায়গায় তৈরি হয়েছে অক্সিজেন প্ল্যান্ট।বসিরহাট মহকুমার সুন্দরবনের নদীমাতৃক হিঙ্গলগঞ্জ ব্লকে যোগাযোগের মাধ্যম নদীপথ।কখনো ভেসেল আবার কখনো যন্ত্র চালিত নৌকা ভরসা।পশ্চিমবঙ্গের শেষ সীমানা হিঙ্গলগঞ্জের হেমনগর থেকে বসিরহাট শহরের দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।যেখানে বাস করে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ।ওই অঞ্চলে পরিসেবা পৌঁছে দেওয়া খুবই চ্যালেঞ্জের বিষয়।গুরুতর রোগীর ক্ষেত্রে করোনা আবহের মধ্যে এবার সুন্দরবনের মানুষদের জন্য দুয়ারে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট।যেসব করোনা আক্রান্ত রোগীরা শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে শুরু করবে হেল্পলাইন নম্বরে ফোন করলে পৌঁছে যাবে বাড়িতে মোবাইল ভ্যান। এই পরিষেবায় চারটি অক্সিজেন সিলিন্ডার ও চারজন স্বাস্থ্যকর্মীকে রাখা হয়েছে,যারা দিবারাত্র নদীর দ্বীপ অঞ্চলে কাজ করবে যাতে কোনো করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর জীবন না যায়। তার জন্যই তাদের এই অক্সিজেন প্ল্যান্ট এর শুভ উদ্বোধন করলেন হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল।জনপ্রতিনিধির সঙ্গে হাত মিলিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সব মিলিয়ে সুন্দরবনের মানুষগুলো করোনা কালে পাশে পেল মোবাইল অক্সিজেন প্ল্যান্ট।