সুন্দরবনে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার।
বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার মনিপুর গ্রামপঞ্চায়েতের মনিপুর গ্রামের ঘটনা।উদ্ধার ২ ফুট চওড়া শকুন, ডানাসহ উচ্চতা ৪ ফুট।আজ শনিবার ছোট কলাগাছি নদী মনিপুর গ্রামে একটি ধান ক্ষেতের মধ্যে আহত অবস্থায় শকুনটি পড়েছিল।স্থানীয় কৃষকরা দেখতে পায় আহত অবস্থায় বিরল প্রজাতির প্রাণীটি ছটফট করছে।তার মুখে, ঠোঁটে এবং ডানায় ক্ষতচিহ্ন থাকায় দ্রুত সুস্থ সেবা করে।বনদপ্তরকে খবর দেওয়া হলে ঝিঙ্কাখালি ফরেস্টের আধিকারিকরা ঘটনাস্থলে এসে আহত শকুনটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করার পর সুস্থ করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর।শকুনটি কি করে এলো এখানে, খাবারের সন্ধানে না জঙ্গল থেকে বেরিয়ে পথ ভুল করে এখানে এসেছে সেটাই জানার চেষ্টা করছে বনদপ্তর।তবে বনদপ্তর কর্মীদের অনুমান,সুন্দরবনের এই শকুনের সঙ্গে মিল রয়েছে উত্তর আমেরিকার গোল্ডেন ঈগলের সঙ্গে যার ওজন ৯ কেজি।