দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের অন্তর্গত গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সূর্য গ্রহণের কারণে দিনভর বন্ধ থাকবে বলে এমনটাই জানালেন কপিলমুনি মন্দিরের দায়িত্ব প্রাপ্ত মহারাজ রামানন্দ দাস। মন্দির বন্ধ থাকায় দেখা নেই পূর্ণর্থীর। সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদারেরা।