সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি, পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতায় পথে পুলিশ প্রশাসন।
ডিসেম্বর মাস জুড়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে পালন করা হয় সেফ ড্রাইভ,সেভ লাইফ কর্মসূচি। এবার সেই কর্মসূচিতে নয়া উদ্যোগ নিল বারুইপুর জেলা পুলিশ। বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত কাশিপুর থানার পক্ষ থেকে এই পথ নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দেওয়া হল।বৃহস্পতিবার কাশিপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় কাশিপুর থানার অন্তর্গত পোলেরহাটে ৷ সেফ ড্রাইভ ,সেভ লাইফ নিয়ে মানুষকে সচেতন করতে প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা।এরপরই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ লেখা স্টিকার ছোট বড় সব ধরনের গাড়িতে লাগানো হয় এবং পথ চলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে।
