সেফ হোম তৈরি হল কাঁকিনাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে।

সেফ হোম তৈরি হল কাঁকিনাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে।

৮০ শয্যা বিশিষ্ট করোনা আক্রান্ত রোগীদের জন্য সেফ হোম তৈরি করা হল কাঁকিনাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজে।বৃহস্পতিবার সকালে যার শুভ উদ্বোধন হল ।রাজীব গান্ধী মেমোরিয়াল কলেজ হসপিটাল কে সেফ হোমে রূপান্তরিত হল।উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যাম এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা। হাসপাতালে এই মুহুর্তে ৮০টি বেড আছে।৮০ টি বেডকেই কোভিড রোগীদের জন্য চালু করা হয়েছে,তবে শুরু ৪০ বেড আজ থেকেই চালু করা হল,পরবর্তীতে রোগী সংখ্যা বাড়লে আরও ৪০ টি চালু করে দেওয়া হবে।সবরকম সুবিধা থাকবে এই সেফ হোমে,ওষুধ থেকে অক্সিজেন, চিকিৎসক থেকে নার্স সব ব্যবস্থাই থাকবে। অ্যাম্বুলেন্সের সুবিধাও থাকবে এই সেফ হোমে।এলাকার আক্রান্ত রোগী ছাড়া বাইরের রোগীরাও আসতে পারবে এই সেফ হোমে।এই সেফ হোমটি জগদ্দল বেল্লে শংকপুরে অবস্থিত।এই সেফ হোমটি তৈরি হওয়ায় এলাকার সাধারণ মানুষের খুবই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।কারণ এই এলাকায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি,অনেকের ঘরে আলাদাভাবে থাকার জায়গাও নেই,হাসপাতালে বেড নেই,সেক্ষেত্রে সেফ হোম একমাত্র সুরক্ষিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + eleven =