সেভক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে মৃত্যু হল দুই শ্রমিকের।

সেভক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে মৃত্যু হল দুই শ্রমিকের।

ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হল সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও ( ২৫) ।মৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। জানাগেছে ঘটনাটি ঘটেছে কালিম্পঙ জেলার অধীন কালিখোলা এলাকায়। প্রসঙ্গত এর আগে ১৮ জুন টানলো নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল।তবে ফের একই ঘটনা ঘটায় একবার বড়সড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। উঠছে গাফিলতির অভিযোগ। জানাগেছে রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পরে যায়। বিষয়টি দেখা মাত্রই অন্যান্য শ্রমিকরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর তাদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 7 =