সোদপুরে বিয়েবাড়িতে পাত্রপক্ষ ও ক্যাটারারদের বচসা,আহত ৩।
সোদপুর পানশিলা সাধুর মোড় এলাকায় পৌরসভা পরিচালিত মধুরিতা অনুষ্ঠান ভবনে চলছিল বৌভাতের অনুষ্ঠান।আর সেই অনুষ্ঠান চলাকালীন খাবার নিয়ে ক্যাটারিং এর কর্মীদের সাথে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ল পাত্রপক্ষের লোকজন।ক্যাটারিং এর কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ পাত্র-পক্ষের বিরুদ্ধে।ঘটনায় ১ মহিলা সহ ২ জন ক্যাটারিং এর কর্মী আহত হয়েছেন।আহত মহিলাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনার পরে ক্যাটারিং এর কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখায় বিয়ে বাড়ির সামনে।পাত্রসহ ঘটনায় জড়িত মানুষদের গ্রেপ্তার করার দাবিতে কন্যা যাত্রীর বাস আটকে রেখে বিক্ষোভ দেখায় ক্যাটারিং এর কর্মীরা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পানশিলা সাধুর মোড় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনার পর থেকে অভিযুক্ত পাত্র পলাতক।কেন তাদের ওপর এইভাবে আক্রমণ করা হলো তার প্রতিবাদে পাত্রের বাড়ির সামনেও বিক্ষোভ দেখায় ক্যাটারিং এর কর্মীরা।