সোদপুর থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত বি টি রোডে সিক্স লেন নিয়ে বৈঠক ব্যারাকপুর পৌরসভায়।
সোদপুর থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত বি টি রোডে সিক্স লেন নিয়ে বৈঠক ব্যারাকপুর পৌরসভায়।উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী পূর্ত দপ্তর আধিকারিকরা সহ ব্যারাকপুর পৌরসভার পৌর পিতারা । রাস্তায় গাড়ির গতি বেগ আরো ভালো করার জন্যই এই উদ্যোগ । দিন দিন রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে যার ফলে রাস্তায় গাড়ির গতি বেগ কমে গেছে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই রাস্তা সিক্স লেন করার জন্য মুখ্যমন্ত্রী সহ উচ্চ দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান রাজ চক্রবর্তী ।
এ ছাড়াও ব্যারাকপুর বিধানসভা এলাকায় নেই কোনও পিস হেভেন। ব্যারাকপুর বাসীর দীর্ঘদিনের দাবি মেনে আজ ব্যারাকপুর পৌরসভায় বিধায়ক ও পৌর প্রধানের হাতে পিস হেভেন তৈরীর জন্য কুড়ি লক্ষ টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর এর এক ব্যবসায়ী বাবন দে।