কামরাবাদ এলাকার ঘটনা।গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার লাল্টু হাজরা নামে এক যুবকের দেহ।ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল ও ২ রাউন্ড গুলি।ঘটনায় চাঞ্চল্য। খুব কাছ থেকে পেটে ও হাতে গুলি করা হয়েছে বলে মনে করছে পুলিশ।পুলিশ সূত্রে খবর,৪ বন্ধু কামরাবাদের ময়ুখ ভট্টাচার্যর বাড়িতে মাঝেমধ্যে রাতে এসে থাকত। অন্য বন্ধুরা না আসায় গতকাল রাতে লাল্টু হাজরা একাই ছিল।বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সাথে রাত ১২.১৫ নাগাদ কথা হয়।বিশ্বজিৎ রাত ২টো১৫ মিনিট নাগাদ বাড়িতে এসে দেখে ঘরে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।