এ যেন একেবারে ফিল্মি কায়দায় ডাকাতি। উত্তর দিনাজপুর জেলায় প্রাণকেন্দ্র রায়গঞ্জ শহরে একটি স্বর্ণ বিপণী সংস্থার দোকানে দিনে দুপুরে ঘটে গেল দুঃসাহসী ডাকাতির ঘটনা। সোনার দোকানের ভেতরে ঢুকে সর্বস্ব লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। রায়গঞ্জের এনএস রোডে অবস্থিত দোকানে সকাল ১১:৩০ টা নাগাদ দোকানে দুজন প্রবেশ করে ক্রেতা সেজে। এদিকে দোকানের ভেতরে ঢুকতেই তাদের আসল রূপ প্রকাশ পায়। পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় আর ও তিনজন। মোট পাঁচজনের ওই দল দোকানের ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে। কাজ শেষ করে তারা ওই দোকান থেকে পালিয়ে যায়। এদিকে শহরের একেবারে মূল কেন্দ্রে অবস্থিত ওই সোনার অলংকারের দোকানে দিনের আলোয় এমন ডাকাতির ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লক্ষাদিক টাকার গয়নাগাটি নিয়ে পালিয়েছে ওই দুষ্কৃতীরা বলে দাবি দোকান কর্তৃপক্ষের। দিনে দুপুরে এমন ভয়ংকর কাণ্ডে রীতিমত আতঙ্কগ্রস্থ ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। দিনের আলোয় এমন ঘটনা কিভাবে ঘটলো কোথায় পুলিশি নিরাপত্তা প্রশ্ন তুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা থেকে সাধারণ মানুষ।