জাতীয় সড়ক দিয়ে পাচারের আগে বিপুল পরিমান সোনার বিস্কুট সহ দু’জন পাচারকারীকে আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, জলপাইগুড়ির গোশালা মোড়ে চার চাকার গাড়িটি আটক করে উদ্ধার হয় সোনার বিস্কুট। জানা গিয়েছে,
দুই ব্যক্তি ধূপগুড়ি থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে শিলিগুড়ি যাওয়ার জন্য যাচ্ছিলেন । ময়নাগুড়ির ঝাঝাঙ্গি এলাকায় চা খেতে নামার পর গাড়ি চালক বাপি রায়ের সন্দেহ হয়। তিনি সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহাকে বিষয়টি জানান। জলপাইগুড়ির গোশালা মোড়ে আসার পর গাড়িটি আটক করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে খবর ছিল প্রচুর সোনা পাচার করা হচ্ছে একটি গাড়িতে। পরে ম্যাজিস্ট্রেটের সামনে সোনার বিস্কুটগুলো খুলে দেখা হয়। প্রচুর পরিমাণ সোনা মিলেছে ধৃত দুই যুবকের কাছ থেকে। স্বর্ণকার এনে পরীক্ষা করে দেখা গেছে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি সবই পাকা সোনা।